বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৩

৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি চাল ও ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহ করবে সরকার

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ প্রায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি চাল, ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার এবং ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।

আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র অষ্টম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। সভায় মোট ১২টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, আজ চাল আমদানি, সার, সার গুদাম নির্মাণ এবং রাস্তাঘাট ও সেতু নির্মাণ সহ বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে খাদ্য অধিদপ্তর চলতি অর্থবছরের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে ২৬৫ কোটি ৭ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল সংগ্রহ করবে। যার প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৪৩৪ দশমিক ৫৫ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির অধীনে সৌদি আরবের মা’আদেনের কাছ থেকে ২৯৯ কোটি ৮৭ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার সংগ্রহ করবে। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৬১৪ দশমিক ৫০ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চীনের গুয়াংজি পেংগু ইকো-টেকনোলজি কোম্পানি লিমিটেড থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৭৬ কোটি ৮৬ লাখ টাকায় ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড সংগ্রহ করবে।  প্রতি মেট্রিক টন ফসফরিক এসিডের দাম পড়বে ৬৩০ মার্কিন ডলার।

সভায় মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে প্রায় ১২০ কোটি টাকায় দুটি সার গুদাম নির্মাণের জন্য দুটি পৃথক প্রস্তাব এবং যশোর ও নড়াইলে প্রায় ১১৭ কোটি ৬৩ লাখ টাকায় আরও দুটি সার গুদাম নির্মাণের জন্য দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এছাড়াও, জাইকার অর্থায়নে মাতারবাড়ী বন্দর উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় বিভিন্ন প্যাকেজ বাস্তবায়নের জন্য পৃথক ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।