বাসস
  ১২ মার্চ ২০২৫, ১৭:৩০

রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল মিলনমেলা হয়ে উঠবে : বাণিজ্য সচিব

বুধবার বক্তব্য দিচ্ছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য মিলনমেলা হয়ে উঠবে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল।

আজ বুধবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আয়োজিত রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাণিজ্য সচিব বলেন, রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল নাগরিক জীবনকে আনন্দময় ও উপভোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং বিম শো-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের।

এর আগে ফিতা কেটে ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক উৎসবের উদ্বোধন করেন বাণিজ্য সচিব।

দর্শনার্থীরা আজ থেকে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫-এর নানাবিধ পণ্য ও অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই উৎসব আগামী ২৬ মার্চ ২০২৫ পর্যন্ত প্রতিদিন বেলা ১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।