শিরোনাম
ঢাকা, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ শুরু করবে বলে আশা করা হচ্ছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান,‘ পটুয়াখালী ইপিজেডের ভূমি উন্নয়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রায় ৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৬ সালের জুনের মধ্যে উন্নয়ন কাজ পুরোপুরি শেষ হবে। তবে আমরা ২০২৬ সালের প্রথম দিকে প্লট বরাদ্দ শুরু করতে পারি। কারখানা নির্মাণ কাজ এবং ভূমি উন্নয়ন একই সাথে চলবে।’
বাসস’র সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জিয়াউর রহমান বলেন, পদ্মা সেতু এবং পায়রা বন্দরের বাড়তি সংযোগ সুবিধা গ্রহণের জন্য বেপজা ইপিজেড স্থাপন করছে।
তিনি আরও বলেন, পটুয়াখালী ইপিজেডের শিল্পগুলো আমদানিকৃত কাঁচামাল এবং রপ্তানি সুবিধার সহজলভ্যতার মাধ্যমে কৌশলগতভাবে উপকৃত হবে।
ইপিজেড দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে সহায়ক হবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে যা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জিয়াউর রহমান বলেন, পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পাচাকোড়ালিয়া মৌজায় ৪১০ দশমিক ৭৮ একর জমির উপর ৩০৬টি শিল্প প্লট নিয়ে নতুন ইপিজেড নির্মিত হচ্ছে।
তিনি বলেন, ইপিজেডে প্রায় এক লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বেপজা সূত্রে জানা যায়, পটুয়াখালী ইপিজেড নির্মাণে ব্যয় হবে ১ হাজার ৪৪৩ কোটি টাকা। প্রকল্পের খরচের মধ্যে সরকার দিচ্ছে ১ হাজার ১০৫ কোটি এবং বেপজা দিচ্ছে ৩৩৮ কোটি টাকা।
পটুয়াখালী ইপিজেড প্রকল্পের আওতায় যে-সব অবকাঠামো তৈরি করা হচ্ছে তার মধ্যে রয়েছে ৩ দশমিক ১৫ লক্ষ মিটার রাস্তা, প্রায় ৩০ হাজার মিটার ড্রেনেজ, চারটি ছয় তলা কারখানা ভবন, তিনটি ১০ তলা অফিস ভবন, চারটি ছয় তলা এবং তিনটি ১০ তলা আবাসিক ভবন, জোন অফিস, কাস্টমস অফিস এবং নিরাপত্তা অফিস, একটি হেলিপ্যাড এবং প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের জন্য ৫৪টি পুনর্বাসন ঘর।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রকল্পের সীমানার ভেতরে সাবস্টেশনও থাকবে।
বাংলাদেশে বর্তমানে আটটি ইপিজেড রয়েছে। এগুলো হচ্ছে- চট্টগ্রাম ইপিজেড, ঢাকা ইপিজেড, মংলা ইপিজেড, ঈশ্বরদী ইপিজেড, কুমিল্লা ইপিজেড, উত্তরা ইপিজেড, আদমজী ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেড।