শিরোনাম
ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস): ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি মারিয়া হাওলাদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দক্ষিণ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (এসএএফএ) এর ৮৭তম বোর্ড সভায় অংশগ্রহণ করেছে।
প্রতিনিধি দলটি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এসএএফএ কমিটির সভা এবং সম্মেলনেও অংশগ্রহণ করেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএএফএ সভাপতি আশফাক ইউসুফ তোলা এসএএফএ বোর্ড সভায় সভাপতিত্ব করেন।
আইসিএবি এর প্রতিনিধি হিসেবে কাউন্সিল সদস্য ও প্রাক্তন সভাপতি মো. মনিরুজ্জামান এবং এসএএফএ এর সহকারী নির্বাহী সচিব ও আইসিএবি এর প্রধান অপারেটিং অফিসার মাহবুব আহমেদ সিদ্দিক সেখানে এসএএফএ এর ইভেন্টগুলিতে অংশগ্রহণ করেন।