শিরোনাম
ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : পুঁজিবাজারের উন্নয়ন, সংস্কার ও প্রতিবন্ধকতাগুলোর বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব চেয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অধিকতর শক্তিশালীকরণ ও পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে গঠিত সংস্কার কমিটির সাথে বিএসইসি কর্মকর্তা এবং পুঁজিবাজারের অংশীজনদের সাথে অনুষ্ঠিত বুধবার এক মতবিনিময় সভায় এ প্রস্তাব জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, সরকার পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কার নিশ্চিত করার জন্য বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা দেশের উন্নয়ন ও সংস্কার তথা পরিবর্তনের জন্য কাজ করছেন। পুঁজিবাজারের উন্নয়ন না হলে দেশ এগোতে পারবে না। শুধু বিদেশি অনুদান নির্ভর না হয়ে দেশের উন্নয়নে যে ফান্ড বা বিনিয়োগ প্রয়োজন তা দেশের মধ্য থেকেই সংগ্রহ করতে হবে। সেজন্য পুঁজিবাজারের উন্নয়ন দরকার। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
এসময় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ভালো কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসা বড় চ্যালেঞ্জ। দেশের পুঁজিবাজার গত ১৫ বছরে ভালো কোম্পানি পায়নি। ভালো কোম্পানি তালিকাভুক্ত করার জন্য বিএসইসি চেষ্টা চালাচ্ছে। পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের আলোকে খুব দ্রুতই পাবলিক ইস্যু রুলস এর সংস্কার করা হবে। এর ফলে ভালো কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিতে সহায়ক হবে বলে আশা করেন তিনি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায়, বিএসইসিকে অধিকতর শক্তিশালীকরণ ও পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে গঠিত সংস্কার কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা ও পুঁজিবাজার অনুবিভাগের সচিব ও সংস্কার কমিটির সদস্য মো. সাঈদ কুতুব এবং কমিটির সদস্য সচিব ও বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএসইসি’র কমিশনার মু. মোহসিন চৌধুরী, বিএসইসি’র কমিশনার আলী আকবর এবং পুঁজিবাজারের অংশীজন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।