শিরোনাম
ঢাকা ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : ব্রিটিশ তেল ও গ্যাস জায়ান্ট কোম্পানি বিপি ৭০ শতাংশ মুনাফা কমেছে। মঙ্গলবার বিপি জানিয়েছে, গ্যাস বিক্রিতে ধীরগতি ও পরিশোধন মুনাফা কমে যাওয়ায় চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের ৭০ শতাংশ নিট মুনাফা কমে গেছে। লন্ডন থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।
এক বিবৃতিতে বিপি জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ সময়কালে কর পরবর্তী ২.৩ বিলিয়ন ডলার মুনাফার বিপরীতে চলতি বছরের প্রথম তিন মাসে বিপির মুনাফা দাঁড়িয়েছে মাত্র ৬৮৭ মিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের ফলে মন্দার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ হ্রাস পাওয়ায় বিপি ও অন্যান্য তেল কোম্পানিগুলোকে আঘাত করেছে। ফলে, এই প্রান্তিকে কোম্পানির মোট রাজস্ব ৪ শতাংশ কমে ৪৮ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।
বিপির প্রধান নির্বাহী মারে অচিনক্লস বলেন, “আমরা বাজারের অস্থিরতা ও পরিবর্তন মনোযোগসহ পর্যবেক্ষণ করছি এবং সেই গতিতে দ্রুততার সঙ্গে অগ্রসর হওয়ার ওপর গুরুত্ব দিচ্ছি।”
তিনি আরও জানান, বিপি সম্প্রতি তাদের আগের শিল্প- নেতৃস্থানীয় কার্বন হ্রাস লক্ষ্য বাতিল করে তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে, যা তুলনামূলকভাবে অধিক লাভজনক বলে বিবেচিত হয়েছে। তবে তেলের সাম্প্রতিক দরপতনে এই কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিপির প্রধান নির্বাহী মারে অচিনক্লস আরও বলেন, মুনাফা বৃদ্ধি ও ব্যয় হ্রাসে বিপির নতুন পরিকল্পনার ওপর তিনি আস্থাশীল।
সংস্থাটির এই কৌশলগত পরিবর্তন এসেছে এক কঠিন ব্যবসায়িক বছরের পর, যখন বিনিয়োগকারীদের চাপের মুখে তাদের শেয়ার মূল্যে উন্নতি আনার চেষ্টা চলছে।
গত সপ্তাহে বিপি নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্টিভিস্ট ইনভেস্টমেন্ট ফান্ড ‘এলিয়ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট’ কোম্পানিটির পাঁচ শতাংশের বেশি শেয়ার কিনেছে।
বিশ্লেষকদের মতে, এই ফান্ড সাধারণত যেসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করে সেখানে কর্পোরেট পরিবর্তন আনতে সক্রিয় ভূমিকা রাখে।
এদিকে, পুনর্গঠনের অংশ হিসেবে পরিবেশবাদীদের হতাশ করে পরিচ্ছন্ন জ্বালানিখাতে বছরে ৫ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ হ্রাস করেছে বিপি।