শিরোনাম
ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান আজ এক সেমিনারে বলেছেন, ব্যবসায়ীদের জন্য এনবিআর হবে একটি সহায়ক প্রতিষ্ঠান।
তিনি বলেন, এত খারাপ সময়ের মধ্যেও রাজস্ব গ্রোথ ভালো আছে। এপ্রিলে আরও ভালোর দিকে যাবে।’
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে ‘সামষ্টিক অর্থনীতির দৃষ্টিভঙ্গি এবং রাজস্ব ব্যবস্থা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর রিয়াজ।
ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) নির্বাহী পরিচালক নুরুল কবীর।
এনবিআর চেয়ারম্যান বলেন, প্রত্যক্ষ করের পরিমাণ অনেক কম। যেটা সভ্য দেশের লক্ষ্য নয়। আমাদের সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে। দেশকে বিনিয়োগবান্ধব করতে করের হার অনেক কমিয়েছি। সবার কাছ থেকে যেহেতু কর আদায় করতে পারি না, আবার কর ফাঁকিও যেহেতু হয়, তাই যখনই কোনো পদক্ষেপ নিতে চাই কমপ্লায়েন্ট করদাতারা তখন অভিযোগ করেন।
তিনি বলেন, যারা কর দেয় না তাদের আমরা নোটিশ করছি। কর আদায়ে ডিজিটাইলেজশন করছি। আগামী বছর থেকে করপোরেট কর অনলাইনে আদায় করবো।
অটোমেশন প্রসঙ্গে তিনি বলেন, বন্ডের ক্ষেত্রে পুরোপুরি অটোমেশন করতে পেরেছি। সেন্ট্রাল বন্ডেড হাউজে আমরা বিভিন্ন সুবিধা দেওয়ার চেষ্টা করছি। সিঙ্গেল উইন্ডোতে অটোমেশন করছি। এগুলো হলে ব্যবসায়ীরা উপকৃত হবে।
তিনি বলেন, ‘ব্যবসায়ীরা আমাদের প্রতিনিয়ত কর কমানোর পরামর্শ দেন। কিন্তু আমাদের কর আদায় বাড়াতে হবে।’
তিনি আরও বলেন, আইএমএফ-এর সঙ্গে একটি ভালো বৈঠক হয়েছে যেখানে সংস্থাটি কিছু পরামর্শ দিয়েছে। আমরা তাদের অনেক পরামর্শ গ্রহণ করেছি, আর যেগুলো গ্রহণ করা সম্ভব নয় সেগুলো আমরা প্রত্যাখ্যান করেছি।
তিনি বলেন, ‘আলোচনা চলছে, হয়ত আমরা একমত হতে পারব।’
পরবর্তী বাজেট নিয়ে কথা বলতে গিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা একটি বাস্তবমুখী বাজেট প্রণয়নের নির্দেশনা দিয়েছেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, বাজেটে একটা সিগন্যাল পাবেন। আমরা একটু সহনীয় করার চেষ্টা করছি। কিছু ক্ষেত্রে কঠিন পদক্ষেপ নেবো।