ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২১ (বাসস) : আগামী শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় ব্যক্তিশ্রেণীর করদাতাদের ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় ২ জানুয়ারি রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সময় বাড়ানোর কথা জানিয়েছে।
এনবিআর জানায়, আগামীকাল শুক্রবার ২০২১-২২ করবর্ষের রিটার্ন দাখিলের শেষ সময় ছিল। কিন্তু শুক্র ও শনিবার সরকারি ছুটি হওয়ায় সব কর অফিস বন্ধ থাকবে। তাই করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন জমার শেষ তারিখ ২ জানুয়ারি রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে।
এদিকে, জরিমানা পরিহারের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেয়ার আহ্বান জানিয়েছে এনবিআর। এর আগে রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর থেকে এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে এই সময় বাড়ানো হয়।