বাসস
  ১২ মার্চ ২০২৩, ১৮:৪৫

বেক্সিমকো সৌদি আরবে ওষুধ উৎপাদন শুরু করবে আগামী বছর : সালমান

ঢাকা, ১২ মার্চ, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশী কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ বিনিয়োগের আওতায় আগামী বছর থেকে সৌদি আরবে ওষুধ উৎপাদন শুরু করতে যাচ্ছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।   
শনিবার সৌদি আরবের বাণিজ্য মন্ত্রী মজিদ বিন আব্দুল্লাহ্ আল কাসাবি’র নেতৃত্বে সৌদি আরবের একটি প্রতিনিধিদলের সাথে টঙ্গিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ইন্ডাষ্ট্রি পরিদর্শনকালে তিনি বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় মানবসম্পদ ও কারিগারি সহায়তা বাংলাদেশ থেকে নেয়া হবে।’
সালমান বলেন, ‘আমরা শতভাগ মানসম্মত ওষুধ উৎপাদনের চেষ্টা করি। ওষুধ রপ্তানির ক্ষেত্রে আমরা বিভিন্ন আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করি- যাতে করে দেশের বাইরের মানুষও বাংলাদেশে উৎপাদিত এই ওষুধের ওপর আস্থা রাখতে পারে। সারা বিশ্বের মানুষই বলে যে বাংলাদেশের ওষুধের মান খুব ভাল। আমাদের ওষুধ যে শুধু মানসম্মত তাই নয়, অধিকন্তু আমাদের ওষুধের মূল্যও অন্যান্য দেশের ওষুধের মূল্যের তুলনায় অনেক কম।’
মজিদ বিন আব্দুল্লাহ্ আল কাসাবি বলেন, বাংলাদেশে ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ এখনো কক্সিক্ষত লক্ষ্যে পৌঁছেনি। তিনি বলেন, ‘আমরা সফরের মাধ্যমে দুই দেশের মধ্যেকার এই বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে অন্বেষন চালাবো। পাশাপাশি আমরা তথ্য প্রযুক্তি, যোগাযোগ ও মানবসম্পদ রপ্তানির সম্ভাবনার সুযোগও কাজে লাগতে চাই।’
এ সময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপনও বক্তব্য রাখেন।