শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া, ২৬ মার্চ, ২০২৩ (বাসস) : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সরকারি ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন সীমান্ত পথে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমাদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে এই বন্দর দিয়ে ভরতের সঙ্গে সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। এছাড়াও বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রমও বন্ধ আছে। একদিন বন্ধের পর সোমবার সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে যথারীতি সকল কার্যক্রম স্বাভাবিক হবে।
এই ব্যাপারে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আখাউড়া বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও এই পথে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।