বাসস
  ২৭ মার্চ ২০২৩, ১৯:১৮

চট্টগ্রামে মাসব্যাপী জামদানী ও ক্ষুদ্র শিল্প মেলা উদ্বোধন

চট্টগ্রাম, ২৭ মার্চ, ২০২৩ (বাসস) : ঈদসহ সকল সামাজিক উৎসবে দেশে তৈরি পণ্য ক্রয়ের মাধ্যমে দেশীয় বস্ত্র শিল্পকে এগিয়ে নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। 
আজ সোমবার বিকালে বন্দর নগরীর জিইসি কনভেনশন হল চত্বরে রমজান উপলক্ষে বাংলাদেশ জামদানী ম্যানুফ্যাকচারাস এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন আয়োজিত মাসব্যাপী ৭ম ঈদবস্ত্র, জামাদানী ও ক্ষুদ্র শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 
মেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. জহির আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন।
মেলায় জামদানী শাড়ি, নারী-পুরুষ ও শিশুদের পোশাকসহ বিভিন্ন বাহারী পণ্যের স্টল রয়েছে। এই ঈদ বস্ত্র, জামদানী ও ক্ষুদ্র শিল্প মেলা সবার জন্য উমুক্ত থাকবে। মেলা চলবে ঈদের আগের দিন চাঁদরাত পযন্ত।